শেষ অবধি
................ ঋষি
===============================================
ছেলেটা তুলে নিলো মৃত্যুর মানদণ্ড
সেই হাত ,এই সেই হাত
যে হাতে কোনোদিন প্রেমিকাকে ছুঁয়েছিল।
ছুঁচের মতো কিছু সারা মাথা জুড়ে সারা অস্তিত্বে
কিলবিল করছে ইচ্ছাদের অধিকার সেই প্রেয়সীর বুকে
তার প্রেমিকা যদি জানতো।
কয়েকশো শতাব্দীর পরে সেই ছেলেটা ঈশ্বরের মুখোমুখি
প্রশ্ন করেছিল ঈশ্বরকে কে বড় ? জন্ম না মৃত্যু ?
ঈশ্বর হেসেছেন মুচকে।
বলেননি কিছু শুধু মৃত্যুর দিকে আঙ্গুল তুলে দেখালেন।
হাঁটছে ছেলেটা নিয়মের অরণ্যে
যেখানে খেপা জন্তুর মতো সভ্যতা তাড়া করছে সময়ের কোলাহলে।
হাঁটছে ছেলেটা আকাশের উদ্দেশ্যে
হঠাৎ সেই প্রেমিকার মুখ আকাশের গায়ে।
চেনা ঈশ্বর হাই
মানুষ ভালোবাসে কিন্তু শেষ অবধি এই টুকু থেকে যায়।
ছেলেটা তুলে নিলো মৃত্যুর মানদণ্ড
এই সেই হাত ,সেই হাত
যে হাতে ঈশ্বর কোনো চেনা অরণ্য দেখেয়েছিল।
সারা সময় ধরে জ্বলতে থাকা প্রেমিকার চোখ আকাশের গায়ে
ছুটে আসা সম্ভবনা যেন তারা খসা
তার প্রেমিকা যদি জানতো। .
................ ঋষি
===============================================
ছেলেটা তুলে নিলো মৃত্যুর মানদণ্ড
সেই হাত ,এই সেই হাত
যে হাতে কোনোদিন প্রেমিকাকে ছুঁয়েছিল।
ছুঁচের মতো কিছু সারা মাথা জুড়ে সারা অস্তিত্বে
কিলবিল করছে ইচ্ছাদের অধিকার সেই প্রেয়সীর বুকে
তার প্রেমিকা যদি জানতো।
কয়েকশো শতাব্দীর পরে সেই ছেলেটা ঈশ্বরের মুখোমুখি
প্রশ্ন করেছিল ঈশ্বরকে কে বড় ? জন্ম না মৃত্যু ?
ঈশ্বর হেসেছেন মুচকে।
বলেননি কিছু শুধু মৃত্যুর দিকে আঙ্গুল তুলে দেখালেন।
হাঁটছে ছেলেটা নিয়মের অরণ্যে
যেখানে খেপা জন্তুর মতো সভ্যতা তাড়া করছে সময়ের কোলাহলে।
হাঁটছে ছেলেটা আকাশের উদ্দেশ্যে
হঠাৎ সেই প্রেমিকার মুখ আকাশের গায়ে।
চেনা ঈশ্বর হাই
মানুষ ভালোবাসে কিন্তু শেষ অবধি এই টুকু থেকে যায়।
ছেলেটা তুলে নিলো মৃত্যুর মানদণ্ড
এই সেই হাত ,সেই হাত
যে হাতে ঈশ্বর কোনো চেনা অরণ্য দেখেয়েছিল।
সারা সময় ধরে জ্বলতে থাকা প্রেমিকার চোখ আকাশের গায়ে
ছুটে আসা সম্ভবনা যেন তারা খসা
তার প্রেমিকা যদি জানতো। .
No comments:
Post a Comment