Friday, September 9, 2016

চিরসত্য

চিরসত্য
....................... ঋষি
=====================================================
ঝুলে  পরা  চামড়া জানে না
আরেকটু ক্ষণ  তারপর সবটাই শূন্য অংকের মতো নিস্তব্ধতা।
তবু সময়ব্যাপী ময়শ্চারাইজড ক্রিম
আর সৌন্দর্যের রিপু।
ভুলতে চাওয়া বয়স ,চোখের আবছা হওয়া জ্যোতি
ফিরিয়ে আনে প্রতি মুহূর্তে প্রতিশ্রুতি।

মানুষের সবচেয়ে বড়ো চাওয়া
ভালো থাকা ,মিশে থাকা ,বিভিন্ন সংস্কারে সামাজিক চুক্তিতে।
আর মানুষের ভুলে থাকা
একা  থাকা।
প্রশ্ন একটা চিরন্তন জগদ্দল পাথরের মতো সত্যি
কেউ একলা থাকতে চায় না।
তবু একলা থাকতে হয় কিংবা একলা করে যায়
বারংবার এই সময় ,অসময় এটা একটা রীতি।
একটা যুগান্তকারী ঈশ্বর
সকলে একলা আসে আর একলা যায়
বাকিটুকু শুধু মাত্র রেশন কার্ড ,পাসপোর্ট কিংবা পরিচয়।

ঝুলে পরা চামড়া জানে না
আর কিছুক্ষন তারপর সেই ছিটকাঠে  তুমি আমি নগ্ন।
চিরকালীন নগ্নতা লুকিয়ে রাখা মানুষের নিয়ম
আর সবচেয়ে বড় অনিয়ম সেই নগ্নতাই সত্যি।
শুধু বয়স আর সময়ের কারচুপিতে জীবনের প্রতিপদে মুহূর্তের ডিঙিয়ে
তুমি আমি সকলেই ভীষণ একা। 

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...