Saturday, September 10, 2016

তারপর ,,,,

তারপর   ,,,,
.............. ঋষি
==================================================
নিদারুন একটা গল্প শুনছিলাম সেদিন
এফ এম নাইন নিজের মতো করে জকি  বসে।
ছেলেটা বয়স বাইশ  ছিল
আর মেয়েটা সদ্য আঠারো।
ছেলেটার বাড়ি ছিল এই সময়ের অন্য হাজারটার মতো
আর মেয়েটা ছেলেটার বাড়িতে ছিল।

তারপর   ,,,,
সেই সকাল সন্ধ্যে সংগ্রাম।
যৌবন ,প্রেম ,ভালোবাসা ,.বিছানার চাদর ,,,সন্তানের হিসির কাঁথা
মেয়েটা জমে গিয়ে বরফ হয়ে গেলো।
চামড়ার দৈনন্দিন আজকাল ছেঁড়া শাড়িতে ফুটে উঠছিল
আর ছেলেটা।
চোখের তলায় কালি সময়ের সংসারে দিনান্তের  চুন কালি
এটা নাকি জীবন সংগ্রাম।
ছেলে মেয়ে দুটো কখন থেকে শুরু করেছিল
মনে নেই।
 তবে নিয়মে পিতৃত্ব ,মাতৃত্ব সব হাসিখেলা
তারপর ,,,,

নিদারুন কিছু ঘটে গেলো
ঈশ্বর এখানে কমপ্লিট সিস্টেমেটিক জকি হাতে।
রেস্ চলছে সময়
আর দুর্বলতা মানুষের কাছাকাছি ,,ভালো থাকতে।
শেষটা আমি জানি না
তবে শুনেছি ছেলে মেয়ে দুটো পাশাপাশি না খেতে পেয়ে মরেছিল। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...