Thursday, September 8, 2016

স্বর্গ আর নরক

স্বর্গ আর নরক
........... ঋষি
==============================================
সমস্ত অবয়ব জুড়ে ইচ্ছাদের স্বর্গবাস
নরক আমি দেখিনি।
তবে নরকের শয়তানগুলো আমাকে বড় জ্বালায়
এই সভ্যতায় যেখানে মানুষ পাওয়া দায়।
সেখানে স্বর্গ, চুপ হৃদয় ,
সে তো মারাত্নক যোগাযোগ।

নিদারুন  কোনো আনন্দের  দিনে কিংবা যেদিন কোনো উৎসবে
মানুষের একা থাকা গুলো খবর হয়ে যায়।
আর সেখানে হৃদয়ের কথা হয়তো বা অভাব
কিংবা কবিতা।
শহরের পরে গ্রাম ছাড়িয়ে প্রন্তিকতায়
যদি কোনো মুলাকাত এই সময় সফিস্টিকেটেড হৃদয় হয়ে যায়।
তবে আমি তুই তো শুধু পাত্র
আর বেঁচে থাকা
সে তো অনেকখানি যন্ত্রণার নামান্তর।

সমস্ত অবয়বজুড়ে এগিয়ে যাওয়া দৃশ্যরা সব নিয়ম
নির্দিষ্ট ভলক্যানো  দূরত্বে অগ্ন্যুপাত স্বাবাভিক।
তবে একটা তফাৎ থেকে যায়
দৃশ্যের মাঝে কিংবা দৃশ্যে বাইরে সবটাই স্বর্গবাস।
আর নরক
সে তো রোজকার পথচলা তুমি আমি জীবন।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...