Friday, September 16, 2016

নিয়মিত সভ্যতা

নিয়মিত সভ্যতা
............. ঋষি
=========================================

এখন সকলেই কেমন ওজোন স্তরের দূরত্বে থাকে
নিজেদের মধ্যে লোটাপুটি শরীর করে
আর বলে প্রেম।
নিজেদের আস্তানায় পায়ু চুষে
আমেজ  করে
বলে আরো আরো এই প্রেম।

মানুষের খবর নিতে গিয়ে
বয়স কখন সভ্যতার চামড়ার কামার্ত চিৎকার।
অতি অবশ্য নারী
যন্ত্রনা।
সামাজিকতা
দুর্বলতা।
স্নেহ ,মায়া আর বিকৃত ধর্ষণ
মানুষ আদর করে।
তাপর বড়ো বড়ো খবরের পাতায় নারীবাদ
মোমবাতি সাথে একটা দুটো মিছিল।

ফুটো হয়ে গেলো ওজন স্তর
অসতী সামাজিক প্রথা ,নাকের নোলকের দুর্বলতা।
প্রতিদিন শিশু কন্যাকে বোঝাতে চাওয়া তুমি বড়ো  হচ্ছো
আর যে বোঝাচ্ছে সে ছোটো।
শালা  মা ,মাসি ,এই দেশ ,বারো ,চব্বিশ,চুয়ান্ন
সবটাই প্রথাগত নিয়মিত সভ্যতা। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...