Tuesday, September 13, 2016

বাক্সবন্দী

বাক্সবন্দী
................... ঋষি
===================================================
আমরা প্রত্যেকে বাক্স হাতড়ে চলেছি
চেঙ্গিসের হাড় থেকে
খুঁজে মরছি শান্তি সকলেই নিজের ভিতর।
সামনে বাঁশ বাগানের শাঁকচুন্নি দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে শরীর চায়
আর পাশের ফ্যাক্টরির  গাছে চুল আঁচড়ায় কোনো ক্ষুধার্ত শ্রমিক
আর সভ্যতা মরে গিয়ে বেঁচে যায়।


কেন এই সব বলছি ?
জানেন দাদা খিদে পেয়েছে ভীষণ খিদে এই সভ্যতার।
বলতেই পারেন খেয়ে দেয়ে কাজকর্ম নেই
কি বলি বলুন তো ? কাজকর্ম চুলোয় গেছে যন্ত্রনায়।
কিসের যন্ত্রনা মশাই ?
 মলম দিন ,ইঞ্জেকশন ,ডাক্তার সবই তো আছে।
পয়সা নেই মশাই ,ভীতু মধ্যবিত্তের আবার  মরতে ভয়
আরো ভয় একলা থাকায় ,আর এতো একটা গোটা সভ্যতা।
শালা সভ্যতা সভ্যতা করছেন। কি বোঝেন এর ?
বুঝি তো দিন আন্তে পান্তা ফুরিয়ে প্রয়োজন বাঁচা আর তাইতো আগুন।
কিছু বদলাবে কি গান্ডু ?
অরে মশাই গালাগাল দিচ্ছে কেন আতে ঘা লাগলো বুঝি ?

আমরা প্রত্যেকে বাক্স হাতড়ে চলেছি
আলাদিনের মাদুর থেকে
স্বপ্ন বিছিয়ে জীবনের  নিজেদের একটা জায়গা খুজঁছি।
মাঝ রাতে গোল গোল করে চিৎকার করলে
পাশে শুয়ে থাকা গৃহস্থ বৌ বলে মরণ ,মাঝরাতে কলম্বাস
শালা সভ্যতার পৃথিবীতে কবেই মরে গেছে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...