Saturday, September 3, 2016

রোমন্থন

রোমন্থন
............... ঋষি
================================================
সহসা ঘোর কেটে  একটা পরিচিত হাত ছুঁয়ে গেলে
নিজেকে বড় অযাচিত কল্পনা মনে হয়।
কোনো কৃত্রিম দরজায় যদি ঠোঁট ছুঁয়ে কল্পনা
চলন্তিকা ছুঁয়ে যায়।
তবে অতীতের অনিদ্রায় ফিরে আসে স্বপ্ন
আকাশ হাতে মুঠোয় ধরা যায় না।

অনেকগুলো সরণি ছড়িয়ে ছিটিয়ে
একটা প্রলাপ ছড়িয়ে পড়ছে ক্রমশ
টাইফুনের মত।
সামনের সিঁড়ি ভাঙা স্মৃতির শহরে  আজও মনুমেন্ট একলা থাকে
খালি হয়ে যায় প্রতিরাত্রে সহবাস।
শহর বদলে যাবে
প্রতিদিনকার  চিৎকারে ভরে যাবে বুকের কোলাহল ময় আরেকটা দিন
মন ভার তবু, কালো কাঁচময়।
আর অন্ধকার চিরকাল ছড়িয়ে বাঁচতে ভালোবাসে
যেমন শহরে লাইটপোস্টের আলো।

সহসা ঘোর কেটে  একটা পরিচিত হাত ছুঁয়ে গেলে
নিজেকে অযাচিত স্মৃতি রোমন্থন মনে হয়।
কোনো এক কবিতা সভায় যখন  নতুন কবি কবিতা বলে
শহর দুমড়ে মুচড়ে একলা রাখে কবিকে।
কারণ আছে ,ছিল আর থাকবে
নতুনকে প্রতি আঘাতে আরো মৃত হতে হয়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...