Wednesday, September 21, 2016

আদরের মহুর্ত

আদরের মহুর্ত
............. ঋষি
=================================================
জানি না
এইভাবে পথচলা সত্যি কি আদিম।
নিজের ভিতর নিজেকে পোড়ানোটা একটা আর্ট
আর তার ভিতর একলা বাঁচা জীবন।
জানি না
পাকস্থলীতে জমতে সময়ের বিষ সত্যি বেঁচে থাকা।

একটা নেশা ধরে যায়
ঝিম মাথা হাতে গড়িয়ে নামা বরফের নেশার পেগ।
চোখে আদর লেগে যায়
জীবন থেকে কুড়িয়ে পাওয়া আদরের মেঘ।
তারপর সেই দ্রবীভূত দূরত্ব
নিজস্ব আয়নায় খুঁজে পাওয়া নিজেকে ভীষণ নগ্ন।
কলমের নিবে লেগে থাকা রক্ত
কখন যেন অনবরত ছড়িয়ে পরে কবিতার খাতায়।
বাড়তে থাকা সংখ্যারা জানে না
অস্তিত্ব বাড়ছে,চামড়ার ভাঁজে সময়ের কার্বনের কালি।
একটা সত্যি কথা বলবো
একটা নেশা কখন যেন বাঁচতে চাওয়া হয়ে যায়।

জানি না
এই ভাবে পথচলা সত্যি কি নিরালা।
নিজের ভিতর নিজেকে খুঁজতে চাওয়া একটা প্রেম
আর তার ভিতর আয়নার মুখ।
জানি না
নিঃশ্বাসের ব্যবধানে বেঁচে থাকা সত্যি কি আদরের মুহূর্ত। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...