পুরুষের চোখে
.............. ঋষি
===========================================
ঈশ্বরী তুমি সহজাত
খড়কুটো ,দড়ি বাঁধা ক্রমশ বিশাল তোমার রূপ।
মাটির প্রলেপ ,তারপর আরো
হাসি ,উৎসব ,সহজাত বেঁচে ফেরা সকলের হৃদয়।
তুমিও কি মুক্তি চাও আমাদের মতো ?
তবে কেন দশমীর চোখের নুন আমাদের চোখে।
ক্রমশ আরো প্রকট তোমার রূপ
তেল রং ,উজ্বল বর্ণ ,কোনো শরীরের প্রতি ভাঁজে অসুরের চোখ।
এই শহর মাতবে তোমার সাথে
উৎসবের আলোয় তোমার মতো সেই বারোবছর হাসতে থাকবে।
হাসতে থাকা জীবনের বাঁচতে চাওয়ার চেয়েও সামাজিক
ফিরবে না দশমীর পর।
সব উৎসর্গ ,সেই বারো বছরের চিৎকার
অসুরের তলোয়ার ঢুকে যাবে তলপেট দিয়ে।
ঈশ্বরী তুমি কি ধর্ষিত এই সামাজিক ছোঁয়ায়
কিংবা মৃত প্রতি ধর্ষণের পর।
ঈশ্বরী তুমি সহজাত
তোমার নিয়মে বাঁধা খড় ,কুটো আর দড়ি সব সামাজিক।
সামাজিক উৎসব আরো অজস্র সময় ধরে
অসুরের বুকে পা রেখে তুমি যে জাগ্রত কোনো নারী।
কিন্তু উৎসব থেমে গেলে ঘুটঘুটে অন্ধকার
তোমার ধর্ষিত শরীর ভাসতে থাকে প্রতিবার পুরুষের চোখে।
.............. ঋষি
===========================================
ঈশ্বরী তুমি সহজাত
খড়কুটো ,দড়ি বাঁধা ক্রমশ বিশাল তোমার রূপ।
মাটির প্রলেপ ,তারপর আরো
হাসি ,উৎসব ,সহজাত বেঁচে ফেরা সকলের হৃদয়।
তুমিও কি মুক্তি চাও আমাদের মতো ?
তবে কেন দশমীর চোখের নুন আমাদের চোখে।
ক্রমশ আরো প্রকট তোমার রূপ
তেল রং ,উজ্বল বর্ণ ,কোনো শরীরের প্রতি ভাঁজে অসুরের চোখ।
এই শহর মাতবে তোমার সাথে
উৎসবের আলোয় তোমার মতো সেই বারোবছর হাসতে থাকবে।
হাসতে থাকা জীবনের বাঁচতে চাওয়ার চেয়েও সামাজিক
ফিরবে না দশমীর পর।
সব উৎসর্গ ,সেই বারো বছরের চিৎকার
অসুরের তলোয়ার ঢুকে যাবে তলপেট দিয়ে।
ঈশ্বরী তুমি কি ধর্ষিত এই সামাজিক ছোঁয়ায়
কিংবা মৃত প্রতি ধর্ষণের পর।
ঈশ্বরী তুমি সহজাত
তোমার নিয়মে বাঁধা খড় ,কুটো আর দড়ি সব সামাজিক।
সামাজিক উৎসব আরো অজস্র সময় ধরে
অসুরের বুকে পা রেখে তুমি যে জাগ্রত কোনো নারী।
কিন্তু উৎসব থেমে গেলে ঘুটঘুটে অন্ধকার
তোমার ধর্ষিত শরীর ভাসতে থাকে প্রতিবার পুরুষের চোখে।
No comments:
Post a Comment