Saturday, September 3, 2016

নবীন পাকড়াশী

নবীন পাকড়াশী
............... ঋষি
===========================================
কেন এত অভিমান ?
বেনসীবের মন ভোলাতে নবীন পাকড়াশী একলা
হ্যা হেঁটে চলে যায়।
ওহ জীবনানন্দ তুমি খালি হতে হতে প্রতিভা হয়ে গেলে
তারপর আকাশের চাঁদে পোড়া রুটি
আর ভিজে চোখে অভিমানী আকাশলীনা ভীষণ একলা।

সারাদিন কথা নেই কোনও?
ঘড়িরও কি কথা থাকে কিছু নাকি আনকোরা সেই হৃদস্পন্দন।
নবীন পাকড়াশী ক্যারাক্টারটা একটু লুস বটে
তবে বিশ্বাস করো প্রেম  ছিল  পাশাপাশি।
তবে কেন চোখ এত নীচে পড়ে থাকে
অতল খাদের থেকে প্রায় ,
নবীন পাকড়াশী গড়াতে গড়াতে আরো গভীরে ,আরো অতলে।
হারিয়ে যায়
কান পাতে শুনতে পায় মারাত্নক বাজের শব্দ
দৃশ্যের বাইরে নারকেল গাছটা এখন শুধু স্মৃতির মতো অলংকার।

কেন এত অভিমান
হওয়ার দিকভ্রষ্ট হলে সেও পথিক হয়ে যায়
হ্যা হাঁটে নবীন পাকড়াশী।
ওহে জীবনানন্দ চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
তারপর সেই এই শহর ,ট্রামের লাইন
ইশ আকাশলীনা তুই  সাদা শাড়িতে বেমানান বড়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...