Friday, December 12, 2014

rishi026@gmail.com

মানুষ মেশিন
............ ঋষি

হৃদয় ছাপিয়ে একবুক হাসির ছটা নিয়ে
সাজানো ঈশ্বর  কারখানার চিমনিতে।
ভূ  বাজে মানুষ দৌড়োয় ৬ টা ৯ টার কারখানায়
চলছে মেশিনের শরীরে মেশিনের স্পর্শ জীবিকার দর্পনে।
অবিরত অভিসম্পাতে বাড়তে থাকা সভ্যতা মাথার ভিতর
কোথায় যেন মানুষগুলো সব মেশিন।

লটকে থাকে সকালের বাসে গলার দড়ি
ট্রেনের কামরায় ঈশ্বর প্রদত্ত জীবনে কনি মারামারি।
বেরিয়ে আসে জিভ দৈনন্দিন রক্ত ফোঁটায়
মানুষগুলো সব মেশিন নাকি।
জীবনগুলো শুধু বেঁচে থাকা নাকি
হাসছে ঈশ্বর মানুষের ভেকে কুপমন্ডুক সভ্যতায়।
মানুষ দৌড়ায় ইঁদুর বিড়ালের জীবন্ত রেসে
থেমে গেলে নির্ঘাত মৃত্যু অপেক্ষায়।

হৃদয়ের সৃষ্টি মাঝে অলীক পৃথিবীর দর্পনে
৬ টা ৯ টা একটা ম্যাজিক ,,,সভ্যতায় দৌড়োয়।
এগিয়ে যায় আগামীর দিকে
আগত আরেকটা দিন বেঁচে থাকবে পৃথিবীর বুকে।
যেখানে মেশিন সবাই
যেখানে মায়া ,মমতা ,প্রেম কারখানার প্রডাকসন।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...