Thursday, December 25, 2014

RISHI026@GMAIL.COM

এ সময় ,অসময়
.......... ঋষি
===================================
তোকে চোখবন্ধ করে ছুঁতে চাওয়ার সম্ভাবনাগুলো
নেহাত মাটির পৃথিবীতে পুতুল খেলা।
আজ খেলছি ,কাল খেলছি ,পরশু হয়ত খেলবো
শরীরজুড়ে সমস্ত পরিবাহী মাধ্যমের এক্সরে প্লেটে  ছড়ানো জীবানুরা।
যাদের উপকার করার ছিল তারা নিদ্রায়
আর অপকারী মাত্রাগুলো আজকাল তোকে ছুঁতে চায়।

তোকে ছুঁতে দেবো না ,এ জীবন আমার
তোকে ছোঁয়া দেবো না, এ মৃত্যু আমার।
অছিলায় যাদের স্পর্শে কাঁঠালের আঠা
একটু সরষের তেল মাখিয়ে রেখো  প্রেম।
তবে বাঁচা যায় ,তাইতো ফসকে যায়
জীবন নামক রঙিন খাতায়
তোর স্পর্শগুলো কবিতা হয়ে যায়।

তোকে  চোখবন্ধ করে ছুঁতে চাওয়ার সম্ভাবনাগুলো
নেহাত মাটির রঙের পাথুরে দেওয়াল।
যার গায়ে যত লেখা যায় তবু কম পরে
জীবন বয়ে যায় রক্তাক্ত নদীর প্লাবিত দুকুলের মতো.
ঘন বসবাস ,ছিন্নভিন্ন পরবাশ
এ সময় ,অসময় তোকে ছুঁয়ে জীবনের কবিতা।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...