Friday, December 12, 2014

rishi026@gmail.com

নগ্ন সভ্যতা
......... ঋষি

বিকেলে শেষ সূর্যের আলোতে মাতাল নেশা
নেশা লেগে আছে নগ্ন পৃথিবীর নাগরদোলায়।
তবু তোমারা নগ্ন বলো জীবনকে
জীবন নগ্ন নয়, নগ্ন সভ্যতা।
মস্তিষ্কের চড়াইউতরায়ে  নোংরা ডাস্টবিন
নগ্ন অন্তরের চাহিদার আয়না।

পথচলতি বৃদ্ধ ভদ্রলোকের শকুনের চোখ
কলেজ ফেরৎ যুবতীর বুকে।
চোদ্দ পেরোনো যুবকের চোখ ঘোরেফেরে
পাশের ছাদে রৌদ্রে  শুকোতে দেওয়া ব্রাতে।
বাসে ,ট্রামে ,অসংখ্য অছিলায় শরীর ছুঁয়ে যায়
লুকোনো কামে ,সভ্যতার ঘামে।
সভ্যতা এগোয়, সভ্যতা মাথা খোঁড়ে ইলেক্টনিক্স বাক্সে
সাজানো শরীরে ,বাড়ন্ত নেশায়।
নেশার পেগ ,লাল চোখ ,সন্ধ্যে মদের খোয়ারে
এক্সিকিউটিভ অফিসার থেকে বাসের কনট্রাকটর
নগ্নতা পান করে ,হাসতে হাসতে ,তাড়িয়ে তাড়িয়ে
ভোগ করে নগ্নতা বিছানার চাদরে।

তোমরা  যাদের বেশ্যা বোলো
তারা তো শরীর বিক্রি করে রক্তের খিদেয়।
আর তোমারা নিজদের বিক্রি করো দৈনন্দিন লোভে
খবরের পাতায় নগ্ন সভ্যতার বিককিনি।
আর তোমরা নগ্ন বলো জীবনকে
জীবন নগ্ন নয় ,সভ্যতা বড় নগ্ন লালচে চোখে।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...