Friday, December 12, 2014

rishi026@gmail.com

অধরা তুমি
............ ঋষি

তোমাকে  ফলো করতে করতে
হাঁটা শুরু।
শৈশব পেরিয়ে যৌবনের হাইওয়ে ধরে
আরো গভীরে ,অন্যকোথাও ,কখনো কোনদিন
এই জীবনে  .

তোমাকে ছুঁয়েছি হাজারোবার
ইচ্ছা অনিচ্ছায় আদিম প্রশ্রয়ে শরীরে গভীরে।
উত্তাল সমুদ্রের মত তোমার দৃপ্ত স্পর্শে
চান করেছি ভিন্নরূপে।
তবু কেন জানি তুমি ভীষণ মায়াময়ী ,ভীষণ ছলনাময়ী
অতৃপ্ত পাষানের মত তৃষ্ণার্ত আগুন।
কখনো দেবী ,কখনো মা ,কখনো স্ত্রী ,কখনো প্রেমিকা
তোমার অজস্ররূপের গভীরে কোথাও তল পাই নি।
আজ থেকে নয় ,হাজারো বছরের প্রাচীন মন্দির গাত্রে
তোমার সাজানো রূপে মহিয়ান।
এই পৃথিবী ধন্য তোমার স্পর্শে
অজস্র স্পন্দিত হৃদয়ের জন্মের প্রথম স্পন্দনে।

তোমাকে ফলো করতে করতে
একটা জীবন।
অসংখ্য মুহুর্তদের চারদেওয়ালে বন্দী নক্সী কাঁথায়
অপরুপা ,অলৌকিক ,ম্যাজিকের মত তোমার স্পর্শ
বায়বীয় নিশ্বাসে অধরা । 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...