Wednesday, December 31, 2014

RISHIO26@GMAIL.COM

অনামী কবিতা
,,,,,,,,,,,,,,,, ঋষি

যাদের ফুরিয়ে যাওয়ার কথা ছিল
তারা আজও দাঁড়িয়ে নিলোজ্জর মত।
নগ্ন ,স্তম্ভিত ,আবেগগুলো
মাটির পৃথিবীতে, মাটির ভাঁড়ে চা।
যতক্ষণ দরকার ,ততক্ষণ প্রয়োজন
বাকি টুকু অসাধারণ।

মাইকের কাছে গলা তুলে চিত্কার সতীরা সব ভার্জিন
খবরের পাতায় আগন্তুক আলোকপাত।
সদ্যজাতরা নর্দমার ময়লা
জ্বলন্ত উদাহরণ চিত্কার আমার বুকে।
তোরা বলিস চিত্কার করি আমি
তোরা বলিস নগ্ন আমি।
আমার কলমের নিবে লুকোনো রক্তছোপ
অজস্র কোলাহল সমাজ ,সভ্যতা ,আগুন
পুড়ে যাওয়া কবিতার পাতা।

যাদের ফুরিয়ে যাওয়ার কথা ছিল
তারা আজ দাঁড়িয়ে খিদের শহরে অন্ধকার ফুটপাথে।
বেঁচে থাকার মানে আয়নায় মুখ
কিন্তু আয়না দেখছে কজনে।
বরং সম্ভোগ কোনো অনামী শরীর পর্ণ
আজকে সুদিন আমরা সবাই ধন্য। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...