Tuesday, December 2, 2014

RISHI026@GMAIL.COM

পাহাড়ি ভাবনায়
..................ঋষি

নিজের সাথে পা মাপা দুরত্বে
আসমানী পাহাড়ি রঙের শাড়িতে তুই।
পা মেপে আলতা পায়ে বিছানার চাদরে অবুঝ রং
অবুঝ কোনো যন্ত্রণার মত।
শেওলা দুপুর
চেতনার রঙে অবুঝ স্পর্শ।

মিশে যায় অস্তিত্বের ভাবনার রঙে
নীল আকাশের ঠিকানায় আমার প্রেমের চিঠি।
কোনো অবুঝ বিকেলে লেগে থাকে চ্যাটেচ্যাটে আঠা
দূরে রাখা যায় না ,দূরে থাকা যায় না
নেমে আসে পাহাড় থেকে বন্য ঝরনা মিষ্টি জল।
মিষ্টি তৃষ্ণা বেঁচে থাকা
কাহাতক অবুঝ জীবনের ভেসে থাকা
বিস্তির্ন্য বালুচর।

নিজের সাথে পা মাপা দুরত্বে
সোনালী সূর্যের রঙের গয়নায় তোর পাহাড়ি রূপ।
পাহাড়ি বন্য গন্ধ তোর শরীর
অদ্ভূত এক কুয়াসায় ঢাকা অস্তিত্ব জীবন।
নতুন সকাল
ভালো থাকার রঙের আদুরে স্পর্শ। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...