Tuesday, December 2, 2014

RISHI026@GMAIL.COM

আহ্লাদীর হাসি
..........ঋষি

সাজিয়েগুছিয়ে নিজেকে রাখো আহ্লাদী
কিন্তু আমি যে তোমায় পাগল বলি।

যন্ত্রণার বিকেলে তোমাকে যখন আকাশে খুঁজি
আকাশের এককোনে দেখি এক চিলতে শেষ রৌদ্র।
আহ্লাদী হাসছে
যেমন হাসে আমার দৈনন্দিন ফুটপাথে খিদে।
একলা দাঁড়িয়ে খোলা জানলার ওপারে অমর আহ্বান
আহ্লাদী আকাশের রং নীল।
আর হৃদয়ের সবুজ রঙে সোনালী হাসি
আহ্লাদীর হাসি মুখ।

কৃত্তিবাসিয় কোনো অমর শ্লোকের মত
আপ্লুত কিছু সময়ের বাণী।
আহ্লাদী আমার দিনে রাতে এখন তোর হাসি
ভালোবাসি ,ভালোবাসি।
কানে কানে আদুরে প্রেমের শরীরে স্রোত
স্পর্শ নামুক মধুর মত রৌদ্র।
সোনালী রৌদ্র সাজানো হাসি আহ্লাদী
ভালো লাগে ভাবতে দৈনন্দিন।

সাজিয়েগুছিয়ে নিজেকে রাখো আহ্লাদী
কিন্তু আমি যে তোমায় আদর করি।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...