Wednesday, December 24, 2014

RISHI026@GMAIL.COM

সিজোফ্রেনিয়া
.................... ঋষি

শহুরত্বের মানে প্রবল শীতে
নেরিকুত্তা মাটি খোঁড়ে যবন জল্লাদের আশায়।
আর তখনি বাদিকের বুকপকেটে সিন্থেটিক মিডিয়াতে
হাসি ফোঁটে।
উত্তাল প্রবণতায় নেশার চোখে লাল পৃথিবী
গড়িয়ে পরে ভার্জিন কোনো কল্পলোক।

তখনি সময় প্রবলরবে হাসতে থাকে সময়
চিত্কার করে সিজোফ্রেনিয়া,  সিজোফ্রেনিয়া,সিজোফ্রেনিয়া।
বাদিকের বুকপকেটে খিদেরা শুয়ে
তাপমাত্রা হিমাঙ্কের নিচে শরীরে শব।
নৃত্যরত অপ্সরীরা শরীর গরম করে
নগ্ন সময় অলংকৃত সভ্যতার হাত ধরে।
বাসি বিছানায় সেঁকা হয় রুটি
আর রুটির মাঝখানে ফুটো করে আকাশের চাঁদ।
হাসছে আকাশের চাঁদ
উন্মাদ আত্মাদের পৃথিবীর রোমন্থন।

শহুরত্বের মানে মরা হাইওয়ে ধরে ছুটতে থাকা সময়
অসম্ভব আগ্রহে আকাশের নক্ষত্র পতন।
প্যান্টের ভেজা স্থলে প্রকৃতির উন্মোচন
প্রকৃতি  সিজোফ্রেনিক স্কেলে মাপা ভাঙ্গা তলোয়ার।
দাগ তবে বুকে ,শীতল হওয়ার স্পর্শ সারা তলপেট জুড়ে
নেমে আসে রক্তস্রোত সভ্যতার নামে। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...