Tuesday, December 30, 2014

RISHI026@GMAIL.COM

সাহসী স্পন্দনে
......... ঋষি

সাহস করে কবিতাগুলো
এগিয়ে নিয়ে যাচ্ছে জয় গোস্বামী ঠোঁটে।
আরেকটু সাহস করি
নিজের চেতনার ভিতর মৃত স্তবকের অসংখ্য ছিদ্র
নিজেকে বড় বেমানান লাগে কবি।

মৃত্তিকার মাথা ঘেঁষা সামুদ্রিক জীবনগুলো
তোর শাড়ির বুক পাঁজরে আটকানো আকাশের চাঁদ।
সাহস করে আকাশে দেখেছি
স্বপ্নে ঝরে পরা দৈনতা হৃদয়ের অগাথাক্রিস্তির ভিড়ে।
উপচে পরা বুকসেল্ফে আলোর  ঝরনা
আমি ঝরনায় ভিজেছি ,তোকেও ভিজিয়েছি গভীর প্রেমে।
এত আলো ,আরো আলো আমার বুকে
আমার কবিতারা সহমরনে আমায় ভালোবেসে।
ছড়ানো ছেটানো  কবিতার শবে
আমার কবিতারা মূল্যহীন অমূল্য পৃথিবীতে।

সাহস করে কবিতাগুলো
এগিয়ে যাছে জীবিত  মৃত ঈশ্বরের কফিনে।
অলক্ষ্যে ঘটে যাওয়া অজস্র  প্রহসনে জীবন মৃত কবিতা
জীবনান্দ ধরে আকাশের চাঁদ
আর খিদে অদ্ভূত আকাঙ্খা। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...