Wednesday, December 10, 2014

rishi026@gmail.com

মনুষত্বের আর্তনাদ
,,,,,,,,,,,,,,,,, ঋষি

কিছু আর্তনাদ খবরের পাতা থেকে
হৃদয়ে লেগে থাকে।
শহরের সকালে কর্পরেটাসনের গাড়ি ময়লা তুলে যায়
কিন্তু হৃদয়ে ময়লাগুলো তুলে যায় না।
সময় কেটে যায় ,যেমন চলছে তেমনি
চামড়ার ঠোঁটে জমা হয় নেশার পেগের কাব্য।
কিন্তু সন্ধ্যে  নামে   ,রাত্রি হবে বলে
কিন্তু সকাল আসে না।


সকাল আসে না কিছুতেই
সামনের ব্যালকনি ধরে চলে যাওয়া পথ বাড়তে থাকে।
আরো গভীরে কোনো অন্ধকার দরজার দিকে
ঈশ্বর দাঁড়িয়ে হাততালি দেন অসমের দুঃখে।
বুক চাপড়ানো মনুষত্বের কান্নায় খবরের কাগজের পাতায়
অসংখ্য পিঁপড়ে মস্তিষ্কের স্পন্দনে কামড়াতে থাকে।
কবে আসবে সকাল ,সুদিন মানুষের
কবে ফুটবে আলো সত্যিকারের স্বাধীনতার।
কবে জমবে হৃদয় হৃদয় কোনে স্পর্শ নিয়ে
কবে জন্ম নেমে জীবন শুভ্র নিশ্বাসে।
অপেক্ষা ,অপেক্ষা ,অপেক্ষা    ........ .....    ..

অপেক্ষা অপেক্ষার নতুন সূর্য দেখার
যে সূর্যের আলোকে থাকবে না দৈনতা নিষ্ঠুর খিদে।
যেখানে থাকবে না পঞ্চরিপুর মরণ কামড়
শুধু প্রেম ,মনুষত্বের ঐশ্বরিক স্পন্দন।
বিকরিত হবে হৃদয়ের নন্দনকাননে শান্তি
আর তরঙ্গের মত শান্ত সবুজ পৃথিবীর অবলম্বন।
মনুষত্বের খিদে মনুষত্বের যন্ত্রনায়
অপেক্ষা নতুন পৃথিবীর  আলোর।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...