Tuesday, December 30, 2014

rishi026@gmail.com

সহজাত
.......... ঋষি
=========================================

সাজানো জীবনে ,সাজানো অলংকারে , সহজাত বেঁচে ফেরা
জীবন আর জীবিকার বাইরে কোথাও এক আকাশে মুক্তি।
যুক্তি যত ,তর্ক তত
অথচ জীবন পাথেয় এগিয়ে চলা।
অবিরত
অবিশ্রান্ত কাগজের নৌকায় ,ভিজে বালিশে।

হাসতে থাকা সভ্যতার উরুতে অন্ধকার জন্মদাগ
কাপড়ে রাঙানো শরীরের রক্তে নগ্নতার বজ্রপাত।
এমন সার্কাসের জোকারের প্রথম আলোকপাত
শত্রু একজন ঈশ্বর জন্মদাগ।
সবটুকু আলোড়ন ,আলোকিত বেঁকে যাওয়া ল্যাম্প পোস্টে যোগ্যতা
ইতি টানা দাড়ি ,কমা নাম অজস্র বিভাজন।
বিভাজিত হৃদয়ের সময় অলংকার
আর অহংকার
বেঁচে থাকা সময়ের ভিড়ে আগত আগামী।

সাজানো জীবনে ,নিয়ন্ত্রিত আলোরণে ,বিকলাঙ্গ অবচেতনা
জীবন আর জীবিতের বাইরে সময়টা সাজানো আগন্তুক।
আসুন ,বসুন ,ভালো থাকুন দৈনিক বক্রতায়
নিভে যাওয়া সোজা সরল জীবন সমীকরণ।
অনবরত
রক্তক্ষরণ পাহাড়ি সামুদ্রিক সুনামি নাম বুকের মাঝে।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...