Thursday, December 18, 2014

RISHI026@GMAIL.COM


জীবন নামক ট্রেনটা
.............. ঋষি

জীবনের প্রত্যেকটা স্টেশনে
আলাদাহরফে লেখা স্টেশনের নাম।
দূরত্বের দুর্বলতায় সকলেই ট্রেনের আমরা যাত্রী
সময়ের মত গতিশীল আমরা ক্ষনিকের স্টেশনে থমকে দাঁড়ায়।
আর মুহূর্তরা কলরব
জমতে থাকে সময়ের গতিতে হৃদয়ের ভার।

চেনা স্টেশনে নিত্য বিক্রিত পণ্য
চাওয়ালা ,সিঙ্গারাওয়ালা ,নিউস পেপার,ঝালমুড়ি ,আরো কত।
প্রত্যেকটা স্পন্দনের আলাদা সিম্ফনি ,আলাদা স্পর্শ
স্পর্শগুলো অচেনা থেকে যায়।
দূরত্বের দুর্বলতায়  ট্রেনের  যাত্রী আমরা
এগিয়ে যায় ,আরো এগিয়ে।
সময়ের হাতে হাত ,ঠিক একসময় ,
উনিশবিশ  হৃদয়ের দোলনায়।

জীবনের প্রত্যেকটা স্টেশনে
আলাদা হরফে লেখা সম্পর্কের নাম।
দূরত্বের দুর্বলতায় জীবন ট্রেনের আমরা যাত্রী
সময়ের মত অস্থির চাহিদার হাতছানিতে এগিয়ে যায়।
স্টেশন বদলায় প্রত্যেক প্ল্যাটফর্মে
অথচ জীবন নামক ট্রেনটা গতিশীল।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...