Tuesday, December 30, 2014

RISHI026@GMAIL.COM

 শুকিয়ে যাওয়া শরীর
.......... ঋষি
======================================
সাক্ষী ছিল জীবন
ফেলে আসা রঙের সবুজ প্রজাপতি মিথ্যে ওড়াউড়ি।
ফেলে আসা শহর থেকে দূরে
পাঁচ বাই পাঁচের ছোটো ঘরে চার দেওয়ালে।
নগ্ন পঞ্জিকার পাতায় মুখ লোকানো প্রেম
চুষে খায় গড়িয়ে পড়া শরীরের গরাদ ,
এক আকাশ মুক্ত ইতিকথা আমাদের।

সাক্ষী ছিল জীবন
বুকের ভাঙ্গা পিঞ্জরে নগ্ন নীল ছবির  নীল নায়িকা।
বুকের দেরাজ খুলে পিন্ড পিন্ড মাংসে সমাপন
পরিমিত আহারে জমা ইচ্ছার বলি।
অনিচ্ছার প্রেম গড়িয়ে নাম শরীরে ঘামে
রক্তে ধরা আগুনে অসংখ্য বিষ
বিষ নীল শরীর তোমার পাহাড়ি গুহায়।

সাক্ষী ছিল আমি
আমার মত কেউ আকাশের নক্ষত্রে মুখ ঘষে।
জিভ দিয়ে চেটে  তুলছিল অবাঞ্চিত কামনা
অবাঞ্চিত রসদে জমে যাওয়া জীবনের পাপে।
আরক্ত মুখে রক্তবমি
তলপেটে জমে থাকা অসংখ্য বেজন্মার দত্তক
প্রেম নাকি শুকিয়ে যাওয়া শরীর। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...