সবুজ আবদার
.......... ঋষি
=================================================
স্বপ্ন দেখে মন
মাছ ,মিষ্টি আর মেনুতে রাখা হাজারো আবদার।
সবাই যদি অনুষ্ঠান খেতে যায়
তবে জীবিত হবে কে ?
হাজারো ঈশ্বরের ফাঁকে লেগে থাকা একা থাকা
তবে নিজস্ব হবে কে ?
একের পর এক নিজস্বী নিজের সোসাইল সাইডে আরো বেশি সোসাল
নিজেকে খুঁজে পাওয়ার লোভ।
হারাতে হারাতে ক্রমাগত রোমন্থন বিছানার চাদর
একলা স্বাধীনতা খোঁজে।
কোনো উত্তম লোমশ বুকে মুখ রেখে চলন্তিকা
পাহাড়ি ঢাল।
ঝর্ণার মতন সবুজ আবদার মানুষ মনে
মানুষগুলো সাজাতে সাজাতে বাজারি ম্যানি কুইন
আর জীবন একলা থাকার দোষ।
স্বপ্ন দেখে মন
একলা পথের ধরে কুয়াশা ঢাকা কোনো পাহাড়িয়া খোঁজ।
আদিম বাঁশির সুর
খুচরো ঝরে পড়া পাতা পেরিয়ে একলা বেলা।
প্রাচীন সুখ
আদম ফিরে এসেও নবীন এখানে।
.......... ঋষি
=================================================
স্বপ্ন দেখে মন
মাছ ,মিষ্টি আর মেনুতে রাখা হাজারো আবদার।
সবাই যদি অনুষ্ঠান খেতে যায়
তবে জীবিত হবে কে ?
হাজারো ঈশ্বরের ফাঁকে লেগে থাকা একা থাকা
তবে নিজস্ব হবে কে ?
একের পর এক নিজস্বী নিজের সোসাইল সাইডে আরো বেশি সোসাল
নিজেকে খুঁজে পাওয়ার লোভ।
হারাতে হারাতে ক্রমাগত রোমন্থন বিছানার চাদর
একলা স্বাধীনতা খোঁজে।
কোনো উত্তম লোমশ বুকে মুখ রেখে চলন্তিকা
পাহাড়ি ঢাল।
ঝর্ণার মতন সবুজ আবদার মানুষ মনে
মানুষগুলো সাজাতে সাজাতে বাজারি ম্যানি কুইন
আর জীবন একলা থাকার দোষ।
স্বপ্ন দেখে মন
একলা পথের ধরে কুয়াশা ঢাকা কোনো পাহাড়িয়া খোঁজ।
আদিম বাঁশির সুর
খুচরো ঝরে পড়া পাতা পেরিয়ে একলা বেলা।
প্রাচীন সুখ
আদম ফিরে এসেও নবীন এখানে।
No comments:
Post a Comment