Thursday, November 3, 2016

মাঝদরিয়ায়

মাঝদরিয়ায়
.... ঋষি
==========================================
কবিতার সাথে জীবন নিয়ে খেলা করি
মাঝদরিয়ায় নৌকার উপর হাল ধরি আরেকটু এগোবার
দূরে পাড় ,এই পাড়াপাড়
প্রতিবার কবিতার স্রোতে ভাসতে থাকা নৌকা
আমি মাঝি
কিন্তু এই স্রোত আমার মাথার শিরায় বাঁচার রোগ

কখন যেন সন্ধ্যে নামে
জলের তোড়ে আরো অন্ধকার হারাতে  থাকে নৌকো
হাতে সংশয় এক ফালি আলো
লণ্ঠন
দূরে কোথাও কোনো জনবসতি কলরব স্পর্শ করে
ঘুম ভাঙে বারংবার,
বসে থাকি বিছানার উপর সকাল হবার আশায়
জানলার ফাঁক দিয়ে উঁকি মারা তারা আদর করে
নেমে আসে বুকে
তোর ঠোঁট ছুঁয়ে লেগে যায় বাঁচার লোভ
চারিদিকে আলো ,এক ভীষণ সকাল

কবিতার সাথে জীবন নিয়ে খেলা করি
মাঝদরিয়ার সাথে নিজেকে নিয়ে যায় কোনো আদিম ইচ্ছাতে  
আছড়ে পরে বুকের উপর অবিরত তুই
প্রতিটা স্পন্দনে কেঁপে যায় বুকের পাঁজরে সদ্য দেখা আলো
সকাল আসে আবার চলে যায়

কিন্তু এই জীবন নিয়ে খেলা চলতে থাকে

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...