Wednesday, November 16, 2016

হাওয়াতে

হাওয়াতে
,,,,,,, ঋষি
=============================
তোকে শরীর দিয়ে আদর করি
যাদের জড়াই কিংবা জড়িয়ে ধরি সেগুলোও শরীর
কিন্তু আদর কই ?
হাজারো সিলেবাসে ছোট থেকে বলা ভালোবাসি
কিন্তু ভালোবাসা ছড়ানো ছুঁয়ে থাকাতে
ভালোবাসা কই ?

হাওয়ায় উড়ে যায় তোর বুকের কেবিনেটে রাখা মাংসের গোলা
কানের উত্তাপে ছুঁয়ে থাকা দাঁত
কষ্ট হয় জানিস
যখন বুকের ভিতর আগুন লাগা দাবানল
তখন নক্ষত্রের আগুনেরা সব আমার কাছে হাসি
কষ্ট হয় জানিস
যখন তোর তলপেটে ভেসে যাওয়া কোনো প্রেমের লিরিক
তখন আমি আকাশের চাঁদে তোর মুখ দেখি
তোকে ভালোবাসি বলি বারংবার
কিন্তু এটা কি ভালোবাসা ?

তোকে শরীর দিয়ে আদর করি
ঠোঁটের কালসিটে লেগে যায় তোর চোখের কালিতে
কিন্তু সময় কই ?
হাজারো কবিতার পাতায় গড়িয়ে নামা নোনতা জল
আদরের গড়নে বাড়তে থাকা কবিতা

কিন্তু জীবন কই ?

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...