Wednesday, November 30, 2016

ঈশ্বর লীন

ঈশ্বর লীন
........... ঋষি
======================================
ঈশ্বর খুঁজতে চলেছি
পথ চলতি সময়ের শরিক যেখানে অধিকার
রাস্তার পাশে দাঁড়ানো গাছগুলো ক্রমশ হারাতে হারাতে
ধুলোময়
আর সময়ের গুহায় চিৎকার লেগে
খিদে

খিদে
সময়ের সাথে খুব পরিচিত মানুষ নিজস্ব আয়নায়
নিজের বসনে ,নিজের কামনায় মানুষের খিদে
খিদে শুয়ে থাকা মানুষের মনে সেই সরীসৃপ
যে মাথা তুলতে পারে না
নিজেকে মৃত্যুর কোলে একলা রাখতে পারে না
ভোরের নতুন আলোর আদর
কখন যেন বদলে গিয়ে কর্কশ কাকের চিৎকার হয়ে যায়
পাশের ছাদে শুকোতে দেওয়া অন্তর্বাস
আমি জানি কার
সেও তো খিদের গভীর অধিকার

ঈশ্বর খুঁজতে চলেছি
পথিকের পথ বুকের ভিতর এত ইচ্ছা কেন ?
সকলের গন্তব্য চাই
নিজের অধিকারে ,নিজের প্রিয় চাওয়া ,পাওয়ায়
সবটাই সেই সিঁড়ি ভাঙা নিয়ম

হৃদয় খুব অসহায়

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...