Saturday, November 12, 2016

ভুলে গেছি

ভুলে গেছি
ঋষি
=============================================
কেমন আছিস ?
বহুদিন কথা হয় নি চলন্তিকা
সময়ের তলোয়ারে টুকরো টুকরো ছবিগুলো
খুব যত্ন করে আটকে রেখেছি স্মৃতিদের ফ্রেমে
আর পাতা উল্টালেই হাজারো মুখ
ভুলে থাকা যায় কিন্তু ভোলা কি আর যায় ?

সময় এক দুর্বৃত্ত
যে দিনেদুপুরে তোকে  দাঁড় করাতে পারে নিজস্ব নগ্ন আয়নায়
ঘটিয়ে দিতে পারে কোনো বিপর্যয়
তুই আছিস তাই আবার যদি না থাকিস
ভয় পাস না
আসলে ভয় সকলেরই থাকে নিজেদের বেঁচে থাকায়
কারোর হাস্তে ভয় ,কারোর বাঁচতে
কারোরবা একলা থাকতে
আসলে আমরা সকলেই তুরুপের না দেখা টেক্কা
অথচ জেতাটা সময়ের হাতে

কেমন আছিস ?
মিথ্যা বললে সত্যি বলা হয় ভালো আছি চলন্তিকা
আরো মিথ্যা যদি বলি তোকে ভুলে গেছি
আরো ভুলতে চাই ,আরো একলা হতে
সময়ের উল্টোনো পাতায় জমে থাকা স্মৃতিদের মতো

আরো জীবিত তুই ভুলে থাকার মতো

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...