উথালপাথাল
....... ঋষি
================================
জানি আজ বাঁধ মানবে না
মানুষ যখন তলাতে তলাতে নিঃস্ব হয়ে যায়।
তখন একটা পাখি পালক মাটিতে নেমে আসে
ভাসতে ভাসতে।
চারপাশে শূন্যতায় কিছুটা অগোছানো ব্যস্ততা
সবটাই ফানুস নিঃসঙ্গতা।
জীবন বারংবার মাথা নিচু করে মৃত্যুর কাছে
আর জীবিতরা মাথা নিচু করে সময়ের। .
সুখ বারংবার বদলায় ক্ষনিকের দুঃখে
আর সুখীরা চিরকাল সাময়িক থাকে। .
ভালোবাসা বদলায় মুখোশের আড়ালে
আর ভালোবাসি বলাটা কত সহজ এই সময়।
বন্ধুত্ব বদলে যায় অনাদরের কাছে
আর বন্ধু সে চিরকাল সময়ে থাকে।
সবটাই সময়
সময়ের রূপ মানুষকে ঘুম ভাঙ্গানো নির্জনতা
দেখায়
আবার সেই সময় এই সময় বড় অসহায় ।
জানি বাঁধ মানবে না
বুকের খোলা বারান্দায় একলা দাঁড়িয়ে চাঁদ।
আর চারিদিকে আঁধার
দূরে কোথাও শেয়াল ডেকে চলেছে অসময়।
কোনটা স্বাবাভিক আর কোনটা ম্যাজিক
সবটাই বুকের ভিতর উথালপাথাল।
No comments:
Post a Comment