তারা খসা
........... ঋষি
===========================================
প্রিয়ংবদা আমি কোনো কাল্পনিক তারা
আকাশের মাঝে তোমার চাদরে অদ্ভুত প্রতীক্ষা।
ভিজে যাওয়া মেঘে আজ কলরব
যদিও শীতের সময়।
তবু বৃষ্টি একলা দাঁড়িয়ে তোমার দরজায়
কোনো ক্লান্ত শরীরে বেঁচে থাকায়।
বুকের কাছে জড়ানো বালিশে একগাদা অভিমান
তোর খোলা বুকে আজ আগুনের অভিশাপ।
মেঘগুলো সব তোর বারান্দার টবে কোনো অবসন্ন
বিকেলের পোট্রেট
একলা লাগছে প্রিয়ংবদা।
মন ছুঁতে চায় মেঘের ভেলায় ভেসে বেড়ানো সেই
রাজকন্যা
নিদারুন আদরের থালায় সময়ের খিদে।
সবটাই জানি প্রিয়ংবদা
একা লাগছে তোমার।
তোমার খোলা চুলের রুপোলি উষ্ণতা
আকাশ চাইছে ,তোমার চোখের পাতা জমানো বৃষ্টি
আর হৃদয়ে কোনো শীতাতুর কম্পন।
প্রিয়ংবদা আমি কোনো কাল্পনিক তারা
আমি আকাশ থেকে নেমে এসে তোমার বুকের তিলে
চুমু খাই।
তুমি আকাশের দিকে তাকিয়ে থাকো
দেখো এক গভীর বুক তোমার প্রতীক্ষায়।
কি ভাবছো তারা খসা
প্রিয়ংবদা তুমি কি জানো না আলোর মাঝে তারা
খসে জীবনে।
No comments:
Post a Comment