Wednesday, November 30, 2016

অনিয়ম


অনিয়ম
...... ঋষি
==================================================
মৃত্যুর নরম বুকে দগদগে ঘা
বালতি ভর্তি নিজস্ব কামনার সব আকাশের সুখে  
আমাকে চুম্বনে ভরিয়ে দেও
আমার রক্ত মাংসের শরীরে ফোঁটা ফোঁটা বিষ
এই মহানগরী বদলাতে বদলাতে
দীর্ঘশ্বাস অহর্নিশ
.
অনেকটা সময় আগে কোনো বিকেলের বারন্দায় আকাশে দাঁড়িয়ে কবি
বেয়ে নামা যন্ত্রণারা কখন যেন তারাখসা
সোজা নেমে আসে শরীরে ,নগ্নতায় ,বুকের পাঁজরে
নিজের কাছে ভীষণ নগ্ন সকলে
এই মহানগরীতে   রবীন্দ্রনাথ সকলে আওড়ায়
কিন্তু প্রেম বোঝে না
এই মহানগরীর খাঁচার ভিতর অচিন পাখি পোষে
কিন্তু আকাশ  বোঝে না
আর কবি আকাশের বারান্দায় দাঁড়িয়ে ঘর পোড়া রৌদ্রে গেয়ে ওঠে
. আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, জানিনে জানিনে   ………….
.
মৃত্যুর নরম বুকে দগদগে ঘা
বালতি ভর্তি ইচ্ছারা আকাশে টুকরো টুকরো মেঘ
আমাকে চুম্বনে ভিজিয়ে দাও যেন বহুকাল ধরে
অপেক্ষার আকাশে
এই মহানগরীতে হিসেবের বাস
.
কেউ কেউ হয়তো নিয়মের বাইরে

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...