Sunday, November 27, 2016

মানুষের কবিতা

মানুষের কবিতা
.... ঋষি
============================================
মানুষের কবিতা লিখবো
সোজা নেমে যাবো তলপেটে এক খান ঝেড়ে লাথি
তারপর আরো গভীরে ঢুকে
হাতে তুলে নিলাম  হৃদপিন্ড ,,শুনতে পাচ্ছো ,একি ? অবাক কান্ড
স্থির
কোনো অদ্ভুত নিশ্চুপ হৃদপিন্ড

আরো গভীরে যায়
শিরায় ,উপশিরায় বয়ে চলা বন্য নদী, গতি আছে
প্রবাহিত শুধু
কিন্তু বাহিত কই,এতো বয়ে চলা শুধু
শুধু কিছু স্বার্থ ,অর্থ ,অধিকার ,অনাচার ,গোপন কান্না
শুনতে পাচ্ছো
মানুষ কাঁদছে যে

আরো গভীর
এইবার খুঁজে চলেছি শরীর ,অঙ্গ। 
উপত্যকা পেরিয়ে সবটাই সচল কোনো প্রয়োজন
জানো তো স্টেথিস্কোপে ধুকপুক আছে
অথচ শব্দ ,শুধু শব্দ ,,,, স্পন্দনহীন
বুঝতে পারছো

মানুষ শুধু শরীর যে

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...