Sunday, November 27, 2016

মানুষের কবিতা

মানুষের কবিতা
.... ঋষি
============================================
মানুষের কবিতা লিখবো
সোজা নেমে যাবো তলপেটে এক খান ঝেড়ে লাথি
তারপর আরো গভীরে ঢুকে
হাতে তুলে নিলাম  হৃদপিন্ড ,,শুনতে পাচ্ছো ,একি ? অবাক কান্ড
স্থির
কোনো অদ্ভুত নিশ্চুপ হৃদপিন্ড

আরো গভীরে যায়
শিরায় ,উপশিরায় বয়ে চলা বন্য নদী, গতি আছে
প্রবাহিত শুধু
কিন্তু বাহিত কই,এতো বয়ে চলা শুধু
শুধু কিছু স্বার্থ ,অর্থ ,অধিকার ,অনাচার ,গোপন কান্না
শুনতে পাচ্ছো
মানুষ কাঁদছে যে

আরো গভীর
এইবার খুঁজে চলেছি শরীর ,অঙ্গ। 
উপত্যকা পেরিয়ে সবটাই সচল কোনো প্রয়োজন
জানো তো স্টেথিস্কোপে ধুকপুক আছে
অথচ শব্দ ,শুধু শব্দ ,,,, স্পন্দনহীন
বুঝতে পারছো

মানুষ শুধু শরীর যে

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...