Monday, November 21, 2016

বদলানো কবিতা

বদলানো কবিতা
............ ঋষি
==============================================
নিরিবিলিতে একটা আশ্রয় মাথাচাড়া দেয়
নিদারুন কোনো শোকের মতো আঁকড়ে ধরি কোনো অজানাকে
আচ্ছা তুমি কি আগের মতো আছো চলন্তিকা
নাকি বদলে গেছো ?
আমার কবিতার পাতায় আজ নাম না জানা পাখির ডাক
তুমি ডাহুকের মাংস আজও পছন্দ করো ?

তোমার বাড়ির থেকে আমার দূরত্ব
মানচিত্রে ধরা যাবে না
কোনো কিলোমিটারের স্কেলে মাপতে গেলে সময় পেড়িয়ে যাবে
কিন্তু সেই সময় হৃদয় ? না একটুও বদলাবে না
এই ছেলেটা বেলবেলেটা আমাদের পাড়ায় যাবি
জীবন পেরিয়ে চলন্তিকা আর কি সময় হবে ?
তোমার হাত ধরে হাঁটাটা যদি বেহায়াপনা হয়
 আমার হৃদয়ে তোমার থাকাটা যদি অসংবিধানিক হয় ,
তবে

নিরিবিলিতে একটা আশ্রয় যা নিতান্ত আমার
ঋতু বদলায় ,সময়ের সাথে ফুল শুকিয়ে যায় বইয়ের পাতায়
তবুও তো কিছু থাকে
প্রতিটা শেষের পরে শুরুর পাতায়
আমার বদলানো কবিতা , অবশেষে আমি

সময়ের সাথে

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...