Wednesday, November 2, 2016

দৃশ্যের বাইরে

দৃশ্যের বাইরে
........... ঋষি
========================================
নিজেকে ছবির মতো দেখতে চাই না
তাই পালাই বারংবার।
দৃশ্য থেকে দৃশ্য প্যালেটের লাল রঙে অবাঞ্চিত চাওয়া
তাইতো আকাশের নীল চুরি করি।
স্বপ্ন দেখি চলন্তিকা
যেমন একটা রূপকথা আর হাজারো।

অনেকদিনের কথা এসব
দূরবীনে চোখ দিয়ে দূরে কোনো জাহাজের মাস্তুলে বাঁচতে চাওয়া।
তুমুল ঝড় বৃষ্টি ,ডুবন্ত আমি তুমি আর জাহাজের কেবিন
ক্যাপ্টেন এসে দাঁড়িয়ে ,চারমিনার জ্বালায়।
জাহাজ ডুবতে থাকে ধীরে ধীরে
আমি তুমি মুছে যেতে যেতে একদিন এই কবিতার মতো মুহূর্ত।
কিন্তু হৃদয় ক্যানভাসে হাজারো রং
দৃশ্য বদল।
তারপর সেই হাওয়া ছুঁয়ে ছুটতে থাকা ঘোড়া
ধুলো উড়ছে ,যেন ধূলি ঝড়
প্রতিটা জীবন ঝড় ভীষণ দৃষ্টিকটু।

নিজেকে ছবির মতো দেখতে চাই না
দেওয়ালে টাঙানো আদিম মৃত ওয়েলপেন্টিংয়ের ডলারে পসরা।
সে না হয় দৃশ্যের বাইরে আমি
তবু বেঁচে সময়।
আসলে প্রতিটা দৃশ্য বদল ছোট ছোট ক্যানভাস
শুধু আমি তুমি একই চলন্তিকা। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...