ভাঙা বেলা
.... ঋষি
==========================================
একটা ভাঙা বেলার সাথে সন্ধি করে
নিজেকে ঘুম পারাবার মতো মোমবাতি মিছিল এটা ।
মৃত্যু এই শহরে সহজলভ্য
তার থেকে সস্তা বাজারি প্রেম শহুরে ফ্লুরোসেন্ট
।
আজও কিছু সতর্কবার্তা প্রাচীন
প্লিজ দেখে পা রাখবেন এই শহরে,,,,, মৃত্যুর বাস ।
পুরোনো ভাঙাচোরা বাড়িগুলো এই শহরের কীর্তি
সত্যজিৎ ,মৃনাল কফি হাউস সুনীল আর প্রাচীন হা হওয়া
খিদে ।
শহরের পেট ভরে না কিছুতেই
ক্রমশ বেড়ে চলা সবুজায়ন মেকাপে পোশাকি বহুতল ।
হারানো আকাশ ,ভালোবাসার স্পর্শ
সব সস্তা এখানে ,ফেলো রুপেয়া দেখো খেল ।
শুধু স্পর্শ হীন মৃত এই শহর
আর আরো মৃত এই বেঁচে থাকা শুধু বাঁচার কারণ
।
একটা ভাঙা বেলার সাথে সন্ধি করে
একলা দাঁড়ানো মনুমেন্ট ক্রমশ মুখতঙ মারিতং
জগৎ ।
অদ্ভুত সময়ের সাক্ষী
পৃথিবীর আবর্তনের সাথে হারানো মৃত্যুর শহরে
শেষ ঝলক ।
ফিরতে চাই কলকাতা
প্লিজ নিজেরা একটু আয়নায় মুখ দেখুন ।
No comments:
Post a Comment