Wednesday, November 2, 2016

ভাঙা বেলা

ভাঙা বেলা
.... ঋষি
==========================================
একটা ভাঙা বেলার সাথে সন্ধি করে
নিজেকে ঘুম পারাবার মতো মোমবাতি মিছিল এটা
মৃত্যু এই শহরে সহজলভ্য
তার থেকে সস্তা বাজারি প্রেম শহুরে ফ্লুরোসেন্ট
আজও কিছু সতর্কবার্তা প্রাচীন
প্লিজ দেখে পা রাখবেন এই শহরে,,,,, মৃত্যুর বাস

পুরোনো ভাঙাচোরা বাড়িগুলো এই শহরের কীর্তি
সত্যজিৎ ,মৃনাল  কফি হাউস সুনীল আর প্রাচীন হা হওয়া খিদে
শহরের পেট ভরে না কিছুতেই
ক্রমশ বেড়ে চলা সবুজায়ন মেকাপে পোশাকি বহুতল
হারানো আকাশ ,ভালোবাসার স্পর্শ
সব সস্তা এখানে ,ফেলো রুপেয়া দেখো খেল
শুধু স্পর্শ হীন মৃত এই শহর
আর আরো মৃত এই বেঁচে থাকা শুধু বাঁচার কারণ

একটা ভাঙা বেলার সাথে সন্ধি করে
একলা দাঁড়ানো মনুমেন্ট ক্রমশ মুখতঙ মারিতং জগৎ
অদ্ভুত সময়ের সাক্ষী
পৃথিবীর আবর্তনের সাথে হারানো মৃত্যুর শহরে শেষ ঝলক
ফিরতে চাই কলকাতা

প্লিজ নিজেরা একটু আয়নায় মুখ দেখুন

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...