কবিতার পাতা
.... ঋষি
===========================================
কবি তুমি কতটা সত্যি বোলো ?
আজ অবধি বলতে পারলে না তুমি কি চাও প্রেমিকার
কাছে ।
তোমার প্রেমিকার ঠোঁটে চুম্বন
না তার রক্তস্রোতে চান ?
কবি তুমি সামাজিক নও,নও কোনো হাতিয়ার
শুধু স্বাবলম্বী হও প্রেমিকার বুকে ।
কবি তুমি আকাশ দেখতে পারো
কি আলফাল লেখো কবিতার পাতা জুড়ে শুধু ইতিহাস
।
একবার ইতিহাস ঘেঁটে দেখো
মনে পারে জালিয়াওয়ালবাগ ,মনে পরে স্বাধীনতা
,মনে পরে রক্তস্নান ।
কবি তুমি সময়ের সাথে পরাধীন হয়ে গেছো
ভুলে গেছো আকাশে পা দিয়ে হাঁটতে ।
তোমার হৃদয় আজ তুমুল বর্ষণে কাদা
তাই তোমার কবিতা তোমার শরীরে বিষাক্ত স্রোত
।
কবি তুমি স্বাবাভিক হও,কবি তুমি প্রেমিক হও
আর যদি পারো প্লিজ একবার জীবিত ।
কবি তুমি কতটা সত্য বলে
পাতায় পাতায় তোমার কলম যেন অযাচিত কোনো কাব্য।
কবি তুমি সময় লিখতে পারো
লিখতে পারো যন্ত্রণার রক্তক্ষরণ ।
কবি তুমি ভালোবাসতে শেখো ,কবি তুমি ভালোবাসো
না বাঁচলে বলো ভালোবাসবে কি করে ?
No comments:
Post a Comment