নতুন সকাল
.... ঋষি
=======================================
কমলিকা সকাল হবে না গো ?
শীতের আগে বৃষ্টি ,মুখচোরা কোনো অগুনতি আশা ।
পাতা ঝরার সময় হয়ে গেলো কমলিকা
পথের বন্ধুর দূরত্ব দিয়ে পাহাড় দেখা ।
কানে আজও লেগে আছে পাহাড়িয়া সুর
ভুলতে পারি না কমলিকা ।
মনে পরে শেষ বৃষ্টির আঁচলে আমার আশ্রয়
ঠিক ওই একটুকরো আশা ।
আশা হাতড়ে বদলাতে থাকি রোজ এই সময়ের সাজঘরে
হাতে উঠে আসা তলোয়ার ।
সাঁই সাঁই হাওয়ার ঘোরাতে থাকি
কানের পর্দায় লাগে ,নিজের বীরত্বে নিজের লজ্জা ।
কমলিকা আমার রাজ্যপাট সব আছে
তবু আমি রাজা হতে পারি নি ।
এই সদ্য নামা বৃষ্টি আমাকে ভিজিয়েছে তোমার
আশ্রয়ে
আমি আগুন হতে পারি নি ।
শুধু নিভে যাওয়া শেষ আস্ফালনে প্রদীপের বুকে
পুড়তে থাকা সলতে ।
কমলিকা সকাল হবে না গো
অনেক আদর করে তোমাকে আমি কমলিকা বলে ডাকি।
এই আদুরে শীত শীত হাওয়ায়
দুচারটে করে শুকনো পাতা ভিজে মাটির প্রেমে ।
আমাকে জাপ্টে ধরে পাহাড়িয়া সুর
পাগল করে কমলিকা কোনো নতুন সকাল ।
No comments:
Post a Comment