ভয় করে
... ঋষি
=====================================
আজকাল আর তেমন কবিতা লেখা হয় নি
ব্যস্ত থাকি ৩৪ এর জীবন আর ৭৪ এর কল্পনায়
।
পথচলতি কলেজ ফেরত যুবতী
বুক টানে আমার সদ্য ভুলে থাকা কবিতার পাতায়
।
আজকাল আর কবিতা লেখা হয় না
প্রেমিকার ঠোঁট টানে পুড়ে যাওয়া সিগারেটের
মতো ।
ঘুমের চোখে সন্ধি করে সন্ধ্যে পুজো
ক্লান্তি নামে আজকাল স্বগোত্রীয় মানুষের মাঝে
।
চোখের কল্যানে বহুদিন চশমার ফ্রেম
আর চোখের তলায় আজকাল শুয়ে থাকে প্রেমিকা তাজমহল
।
কোনো চারদেওয়ালকে বাড়ি করে আকাশ খোঁজা
আর দেশলাইয়ের কাঠি বারুদ পোড়া গন্ধ নির্জন ।
কবুতর যা যা যা
আকাশ থেকে নেমে আসে কোনো স্বপ্নে দেখা পাখির
পালক ।
আজকাল ঘুম ঘুম সারাদিন , একলা নেশা
চোখের আবডালে বাড়তে থাকা আতঙ্করা বিয়ারের
ক্যানে ঘুমিয়ে পরে ।
আজকাল আমার ভয় করে
যদি আমার লেখা আর তোমার সময় স্পর্শ না করে ।
No comments:
Post a Comment