Monday, November 21, 2016

ভালো লাগে

ভালো লাগে
..... ঋষি
================================================
ভালো লাগে বুঝলি
আচমকা তোকে ছুঁয়ে দিতে ,হৃদ স্পন্দনে ঢেউ।
ভালো লাগে
তোকে জড়িয়ে স্বপ্নের মেঘে ভেসে যেতে সাত সাগরের পাড়।
ভালো লাগে
আমার জীবিত যন্ত্রনাদের তোর মতো অবয়ব দিতে।

তোকে ম্যাডাম বলে ডাকাটা আমার অভ্যেস
চোখে রুপোলি ফ্রেমের চশমা ,কোনো ময়ূরপঙ্খী শাড়ি আর গম্ভীর মুখ।
বেশ লাগে ভাবতে তোর হাতে চক
আর সামনে পরে আছে একটা গোটা জীবন।
তুই খস খস করে লিখে চলেছিস পাতায় পাতায় জীবন
আর আমি মুগ্ধ কোনো জীবিত মতো।

তোর সাথে কথা বলাটা একটা অভ্যেসের মতো নিরুপায় কিছু
বাতাসে ভাসতে থাকা বেলুনের মতো নিরুপায়।
শুধু ভেসে আছে কিন্তু গতি বিধি বায়ুনির্ভর
শুধু পরিবর্তন আর অবস্থান সময় নির্ভর।
বেশ একটা ম্যাজ্যকাল ব্যাপার
কোনো ম্যাজিশিয়ানের মতো সবটাই শুধু আলো ছায়া।

ভালো লাগে বুঝলি
আচমকা তোর ঠোঁটে ঠোঁট ঘষে ,শরীরে জ্বর।
ভালো লাগে
তোকে জড়িয়ে ধরা স্বপ্নে নিজের হৃদয়ের ঝড়।
ভালো লাগে
নিজের জীবিত অস্তিত্ব কে তুই নির্ভর করতে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...