সোহাগী
... ঋষি
===========================================
এই আলাপন নিজের সাথে
আলপিন ফুটিয়ে দেখি সবটা শুধু যাপন ।
আকাশের চাঁদের মতো বড় দূরে তুমি চলন্তিকা
শুধু স্পর্শে রয়ে গেছো ।
ঠিক পাখির মতো তোমার কুজন আমি শুনতে পাই
আর বুঝতে পারি আমার মতো তুমিও বেঁচে ।
প্রতিবার ভগ্নাংশে পাওয়া জীবন
ভীষণ কম ,খুব কম মনে হয় ।
আকাশের পাখি যেমন বারান্দায় রেলিঙে এসে বসে
ছুঁতে চাই আর উড়ে যায় ।
জানি স্পর্শ থেকে যায় তোমার সবুজ শাড়ির মতো
ফোটফ্রেম
সাজানো গোছানো অলংকার আর অহংকার ।
সে বিশাল আকাশ ,যেন তোমার নীল বুকে
পাহাড়ি মেঘ
অদ্ভুত এই পাওয়া তাই না চলন্তিকা ,
প্রতি মুহূর্তের সাথে সন্ধি করে মিশে যাওয়া
।
আরো ,,,,,,,,খুব দূরে ,দূরে কোথাও
কখনো ,কোথাও ,কোনোদিন ঠিক বেঁচে থাকা ।
এই আলাপন নিজের সাথে
কয়েকশো
ডেসিবেলের সোহাগী চাদর, আর মন ভরে না ।
ঈশ্বর সর্বদা নগ্নতা ঢাকতে ব্যস্ত
আর মানুষ ঢাকতে অন্ধকার ।
কিন্তু কোথাও কি আমি ঈশ্বর বিমুখ হয়ে
তোমার মতো সোহাগী হতে পারি না ।
No comments:
Post a Comment