Tuesday, November 29, 2016

নিজস্ব ভূমিকায়

নিজস্ব ভূমিকায়
.......... ঋষি
=====================================
প্রেম ছুঁয়ে যায় সর্বত্র
নিজস্ব ভূমিকায়
সকালের প্রথম আদর সূর্যের নরম ওম ভেঙে
হাই তোলে জীবন সেও কি প্রেম নয়
কিংবা চলন্তিকা সূর্যের প্রথম কিরণে তোর ঠোঁট
দ্রবীভূত আত্মা নিজস্ব ছটায়

খালি রাস্তায় এলোমেলো দুপুর
তোর চশমার ফ্রেমে অজানায় লেগে যাওয়া লাল রং
সময়ের দুর্বলতায়
তোর মৃগনাভি গন্ধ আমি স্পর্শের মাঝে পাই
সেও তো প্রেম
কোনো অজানা ম্যাগাজিনে খুঁজতে থাকা নিজের প্রতিবিম্ব
উচ্চস্বরের নিজের চিৎকারের সাথে জীবন
সেও আমার মতো দাঁড়িয়ে
মৃত্যু উপত্যকায় স্পর্শের দরজায়
হাজারো রূপ
প্রেম তুমি সর্বত্র

মনের জাফরী বসানো জানলায় মাঝে ছুঁয়ে যাওয়া
মিঠি হাওয়া জড়িয়ে ধরে
সকাল থেকে সারা দুপুর লুকোনো আশ্রয়ের  গোপনতা
মনখারাপ
কি বলবে চলন্তিকা

এও প্রেম নয় ,তবে ?

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...