নিজস্ব ভূমিকায়
.......... ঋষি
=====================================
প্রেম ছুঁয়ে যায় সর্বত্র
নিজস্ব ভূমিকায় ।
সকালের প্রথম আদর সূর্যের নরম ওম ভেঙে
হাই তোলে জীবন সেও কি প্রেম নয় ।
কিংবা চলন্তিকা সূর্যের প্রথম কিরণে তোর ঠোঁট
দ্রবীভূত আত্মা নিজস্ব ছটায় ।
খালি রাস্তায় এলোমেলো দুপুর
তোর চশমার ফ্রেমে অজানায় লেগে যাওয়া লাল রং
।
সময়ের দুর্বলতায়
তোর মৃগনাভি গন্ধ আমি স্পর্শের মাঝে পাই ।
সেও তো প্রেম
কোনো অজানা ম্যাগাজিনে খুঁজতে থাকা নিজের
প্রতিবিম্ব ।
উচ্চস্বরের নিজের চিৎকারের সাথে জীবন
সেও আমার মতো দাঁড়িয়ে ।
মৃত্যু উপত্যকায় স্পর্শের দরজায়
হাজারো রূপ
প্রেম তুমি সর্বত্র ।
মনের জাফরী বসানো জানলায় মাঝে ছুঁয়ে যাওয়া
মিঠি হাওয়া জড়িয়ে ধরে।
সকাল থেকে সারা দুপুর লুকোনো আশ্রয়ের গোপনতা
মনখারাপ।
কি বলবে চলন্তিকা
এও প্রেম নয় ,তবে ?
No comments:
Post a Comment