একটা কবিতা, কবি ও চলন্তিকা
……….. ঋষি
===================================
কবিতা
.
সকালে ঘুম ভেঙেই বুকের ভিতর হুলুস্থুলু
চলন্তিকা।
আমার কবিতার আঁচড়ে পারফেক্ট একটা পরিচয়
আমার প্রেমিকা।
.
প্রেম
.
ভিজে যাওয়া সকালে শিশিরে সূর্যস্নাত দৃষ্টি
গভীরতা।
কিংবা বৃষ্টিতে ভিজে যাওয়া একলা সড়ক
তুমি ভিজছো চলন্তিকা।
.
প্রেমিকা
.
প্রেমিকা হিসাবে তুমি যতটা সাক্ষর
ঠিক ততটাই অশিক্ষিত আমি।
আমার প্রথম প্রেমিকা চলন্তিকা তুমি কাল্পনিক
বাকিসব শুধু যন্ত্রনা।
.
প্রেমিক
.
নিজেকে আকৃষ্ট করার মতো
বোতাম খোলা ইচ্ছার জঙ্গলে প্রেমিকার ঠোঁট।
উষ্ণ অভ্যর্থনা
তবু হৃদয় মানে না।
.
কবি
.
কবিতার জগতে সকলেই স্পষ্ট তোমার প্রেমিকা
কে
অথচ প্রেমিকা ভালোবেসে যায় অন্তরে।
প্রেমিক কবি বোঝে না
সত্যি সেই যাতনাকে।
.
সম্পর্ক
.
একে একে জুড়ে হাজারো শিরা উপশিরা
প্রেমিকা পরিচিত হবে ,ধীরে ধীরে আরো বিখ্যাত।
কিন্তু কবি মরে যাবে একদিন
যেদিন চলন্তিকা তোমার সাথে দেখা হবে।
No comments:
Post a Comment