Monday, November 21, 2016

অস্তিত্ব

অস্তিত্ব
........ ঋষি
==============================
অস্তিত্ব কোনো নিদারুন দিনের কল্পনা নয়
ভালো থাকা
কবিতা কোনো কবির  বয়ে চলা দীর্ঘ্য শ্বাস নয়
একা থাকা
আর সবচেয়ে বড় জীবন কোনো দুর্বলতার স্বীকার নয়
লেখা থাকা


নিজেকে ক্লিওপেট্রা ভেবে
তুই জীবিত মরতে প্যারিস কালো নদীর জলে রক্তের রং
নিজেকে পাখি ভেবে
তুই আকাশে উড়তে প্যারিস ,গভীর আকাশের স্বপ্নের রং
আসলে সবটাই কোনো জীবিত হেঁটে চলার অধ্যায়
পরের পাতায় কি আছে কেউ জানে না
আসলে সবটাই কোনো খালি ধুধু মরুভূমির মতো
তৃষ্ণা কেন বাঁচে কেউ জানে না
সত্যি বলছি শোন জীবনের একটা তৃষ্ণা থাকে ভালো থাকার
আর আমরা সেই প্রচন্ড রৌদ্রে একলা বাসি

অস্তিত্ব কোনো ম্যাজিশিয়ান লাঠি নয়
গিলিগিলি গে
জীবন কোনো খুঁজতে থাকা  ধোঁয়াশা নয়
একলা যে
আসলে কথাটা ভালো থাকা,প্রশ্রয়

আশ্রয় রে

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...