Wednesday, November 16, 2016

মৃত্যু বুকে

মৃত্যু বুকে
.............. ঋষি
=============================================
সভ্যতা ধ্বংস হতে থাকে নিজস্ব আড়ম্বরে
মানুষের দিকে এগিয়ে আসে চির মৃত্যু
হাজারো বছরের জমতে থাকা কালি উগড়াতে থাকে বিষ
নীল মৃত্যুর শিরায় আকাশ এখন কালো
আর কিছুদিন
তারপর শুরু আবার অন্য একটা দিন

মৃত্যুকে কাছ থেকে দেখছো কবি
তোমার কি দয়ামায়া নেই ,এই ধরণীর মানুষের চিৎকার
কান বন্ধ ,বৃদ্ধ ,নারী শিশু
আর তাদের চিরকালীন এগোনো চাকার মৃত্যু চাইছো
হাসছো কেন কবি
কি বলছো এই মৃত্যুতে কোনো দুঃখ নেই
শুধু সুখ
মানুষ তো মরে গেছে কবে
সভ্যতার শিওরে মানুষের মনে আদমের বিষফল
আর শৈশব ,নারীত্ব সে সব তো কবেই বাজি খেলেছে মানুষ
হিসেব মতো
এখন তো মৃত্যু মানুষে জীবনের লাভের একটা অংশ

সভ্যতা এগিয়ে যাচ্ছে কোনো আগামী মৃত্যুর নিজস্বতায়
মগ্ন মানুষ উটপাখির মতো বালির ভিতর
হাজারো জন্মের জমতে থাকা রক্ত আজ শেওলার মতো জমাট বেঁচে
পচা পুকুরের জল ,শুকিয়ে যাওয়া মানুষের অনুভূতি
আর যোগফল

কবি তুমি তো শুয়ে আছো চির মৃত্যু নিয়ে বুকে 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...