Saturday, February 6, 2021

স্টেথোস্কোপ



স্টেথোস্কোপ 
.. ঋষি 
নারী সংবেদনশীল সামাজিক সম্পদ 
প্রতিটা নারীর গভীরে একটা স্টেথোস্কোপ থাকে 
নারী ক্লান্ত হলে কুহকিনী হয়ে যায় 
যা স্পর্শকাতর মৃত্যুর সামিল। 
.
ফিরে আসি যন্ত্রনার কাছে
ফিতে কাটি নিজের বুকে শুয়ে থাকা অজস্র অনিয়মের, 
ঘুম ভেঙে যায় হঠাৎ 
সবুজ কলা পাতার বৃষ্টি ফোঁটা তখন  তৃপ্তির মতো দেখতে। 
.
নারী পুরুষের কাছে আবিষ্কার 
প্রেমিকের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা অপেক্ষা গভীর ক্ষরনে, 
নারী চরিত্রে লুকিয়ে থাকে ঘড়ি 
কিংবা ঘড়ির কাঁটা, আসলে সময়ের বদল। 
ধীরে ধীরে দরজা বন্ধ হয়ে যাচ্ছে 
জিজ্ঞেসাতে পরা মাছের চোখ বন্ধ হয় না কখনো, 
সপ্তাহের হাটে সারি দেওয়া মাছের গঠনগুলো
আজকাল বুঝি না বেঁচে না মরে। 
বরফ ছুঁয়ে থাকে নারীর চোখে 
বুঝে উঠতে পারি না কে আসলে ক্লিওপেট্রার প্রেমিক, 
শুধু সমাজ উঠে দাঁড়ায় 
সংবেদনশীল নারী রাতে স্টেথোস্কোপে হাসে আমার হৃদপিন্ডে। 

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...