Thursday, February 11, 2021

নেগেটিভ ব্লাডগ্রূপ

 


নেগেটিভ ব্লাডগ্রূপ 

.. ঋষি 


সময় বদলের দিন এসেছে

রাস্তায় কুকুরের ছদ্মবেশে যারা রাজার গদিতে বসে ঈগলের চোখ ,

সন্ধ্যাকালীন তোষোমোদ, কারখানায় উৎপন্ন গরিবের ভীতি 

নেগেটিভ ব্লাডগ্রূপ। 

আজকাল আকছার গুলির শব্দ পাই শহরের প্রতিটা অলিগলিতে 

মৃত্যুকে মানুষ ডরায় বড় 

তার থেকে বেশি বোধহয় মানুষের ভয় প্রতিদিনকার মৃত্যুকে। 

.

আক্রান্ত শহর,দেশ ,গ্রাম ,পরিচয় আর পরিচিতি 

সকলেই পিছিয়ে আছি সময়ের এই নরসিংহ অবতারের আস্ফালনে ,

 বুকের কাছে আক্রান্ত আমি 

 প্রেমিকার ভাল্লাগে সময়ের অবগতিতে  দুঃখবতী রাত।

অনিবার্য প্রশ্রয় 

প্রশ্রয়ে আগুন বাড়ে 

প্রশ্রয়ে আগুন পোড়ায় 

প্রশ্রয়ে হয়তো একদিন গুম হয়ে যেতে পারে 

আপনার সতেরো পেরোনো মেয়েটা। 

.

সময় বদলের দিন এসেছে 

জানেন তো ভালোবাসা পাখির বাসার মতো ত্রস্ত এই সময়ে 

ঝড়ের ভয় 

প্রকৃতির জঠরে বাড়তে থাকা পলিথিনের ব্যাথা 

লুকোনো নষ্টের গান 

শুধু কান পেতে শুনলে একদিন সবুজ থাকবে না আপনার বুকে।  

যদি স্বার্থপর কবিতা লেখেন 

হয়তো টি আর পি বাড়বে 

কিন্তু কবির মান থাকবে না। 

.

 স্মৃতি অনেকটা মৃত  বাবা-মায়ের গলিত ,পচা দেহ

আর তার তৃপ্তিতে বুকের গভীর অন্ধকার ঘরটায় একলা বসে কাঁদা ,

আর কত কাঁদবেন 

সময় বদলের দিন এসেছে ,

উঠুন 

জাগুন 

স্বার্থপর সময়ের বিরুদ্ধে একটা আগুন দরকার 

দরকার ফুলকি 

জানেন তো প্রতিবাদের থেকে বড় রিভোলিউশান আর নেই 

আর মাথা নিচু করা বাঁচার লজ্জা 

আর না। 


 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...