Tuesday, February 9, 2021

কল্পনার রং

 



কল্পনার রং 

... ঋষি 


বিন্দাস কিছু একটা কল্পনা করো 

আমি তো কল্পনায় রংতুলি নিয়ে এঁকে ফেলতে পারি একটা জীবন ,

তুমি না হয় প্রফেসর শঙ্কুর ডাইরি খোলো 

খুঁজে পেতে জানতে চেষ্টা করো নিউটন কে ?

আমার কল্পনায় নি উ টন কখনো একটা বেড়াল হতে পারে না ,

বরং তুমি ঈশ্বর খোঁজ। 

.

সার্বিক দুনিয়ায় 

জিন্দেগী  কুছ গমকি চিঠি লেকে  আতি হ্যা 

লেকিন গলতি  এহি হ্যা  কি 

জিন্দেগিমে সির্ফ গলতিয়াহি রেহ যাতি হ্যা

ওর সির্ফ কুছ পল । 

.

জানি তুমি পাগলের প্রস্তাবে ত্রস্ত 

কিন্তু পাগলামির আকাশে যে রামধনুর রংগুলো মানুষের বুকের ক্যানভাস 

ঠিক করে ভাবো 

প্রতিটা রং আসলে সৃষ্টির দরজায় নজর কাড়া,

আবিষ্কার 

আনন্দ 

আর ধৈর্য্য। 

হা ঈশ্বর ,আমার এই কবিতায় তুমি অর্থ খুঁজছো 

বরং তুমি খুঁড়ে ফেলো হরপ্পার মাটি 

কিংবা কোনো বৃহন্নলার শাড়ি তুলে দেখতে পারো ইভোলুশন,

না না প্লিজ সলুইশান খুঁজো না 

বরং তুমি খুঁজে দেখতে পারো হৃদপিণ্ডের স্পন্দন। 

..

চুপ 

কেউ যাতে শুনতে না পায় ,

কল্পনার রং।  

 


No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...