Tuesday, February 9, 2021

শাহজাহানের প্রেমিকা

 



শাহজাহানের প্রেমিকা 

.... ঋষি 


তাহলে কি বুঝলে ভালোবাসা মানে ?

সামনে পড়ন্ত রৌদ্রে পশম ওঠা শীত 

বাক্সবদল। 

পেয়ারকা মৌসম 

আর ধৃষ্টতা 

ভালোবাসা প্রেমিকার জানাজায় ফুল ছোঁয়ায়ন ক্লান্ত শাহা জাহান । 

.

মোঘল যুগ না 

যুগ বদল ,স্প্যানিশ ভাবনায় বাহান্নরকম চুমু ,

তোমার চোখের তীব্রতায় মৃত্যুর পদক্ষেপ 

শুধু আক্ষেপ 

ভালোবাসলে মানুষ যে বাউল হয়ে যায় 

ভালোমন্দ সব মন্দবাসায় হঠাৎ এ শহরে ঋতুবদলায়। 

.

বিছানার পাশে পরে থাকা অভ্যস্ত রতির বাসি কাপড় 

ভালোবাসা পুরোনো হলে অনেকটা ম্যাকালান স্কচ হুইস্কির মতো ভীষণ ঝাঁঝালো ,

আরো ঝাঁঝালো তোমার স্নানের ঘরে আমার গন্ধ। 

তাহলে কি বুঝলে ভালোবাসার মানে ?

সামনে শেষ হওয়া দিনগুলো ক্লান্ত শাহজাহানের কয়েকবিন্দু চোখের জল 

বন্দী দশায় দেখা সেই তাজমহল ,

যুগে যুগে ঔরঙ্গজেব বাঁচে ,বুকের মোঘলে রক্তক্ষরণ 

পুরুষ মাত্রই যে ঔরঙ্গজেব ,না ঠিক এমন নয়। 

প্রতিদিন কাটে 

যুগ বদল 

বাক্স বদল 

আর বাক্সের গায়ে পেয়ারকে মৌসম তাজমহল।  

কতজন পারে বলতো চলন্তিকা ভালোবাসাকে সকলের চোখে আশ্চর্য করতে ?

কতজন পারে বলোতো চলন্তিকা ভালোবাসাকে অমর করতে ?

শুধু গোলাপে গন্ধ থাকে 

কিন্তু গোলাপের কাঁটায় কজন গোলাপ খুজঁতে পারে এই শহরে। 


 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...