Thursday, February 4, 2021

পলিউশন

 


পলিউশন 

... ঋষি 


পিঠ ঠেকে  যাচ্ছে সময়ে 

মানুষের বসবার জায়গা ক্রমশ অনুকূল হতে হতে ইঁদুরের মতো 

ছুট - ছুট  - ছুটে 

বিড়ালের ভয় নাকি খিদের ?

মানুষ জানে না ,আসলে বুঝতে চায় না 

বোবা পৃথিবীর কাছে খিদে শব্দটা জ্যামিতিক বৃত্ত। 

.

খিদে বাঁচবার 

খিদে যাতনার অন্তরালে লোকানো কোনো অলীক অসুখ 

খিদে শহরের কার্লমার্কসে লেগে থাকা সাজানো এমপ্লয়মেন্ট একচেঞ্জ 

খিদে ১৪ বছরের মা হয়ে যাওয়া সংসারী শৈশবের 

খিদে গ্যালিলিও লাগানো আকাশের আতসকাঁচে বাড়তে থাকা পলিউশন 

খিদে বাড়তে থাকা হাঁড়ির ভাত 

আর 

সম্পর্কের অজুহাতের।

.

ক্রমশ  নাকাল বিকেল কসমিক সভ্যতায় আঁচড় টানছে 

বিড়ালে নখ 

চুরি যাওয়া আয়নায় সকলেরই একটা করে নকল মুখ 

বিছানার চাদর 

পরে থাকা বাসি গন্ধের এঁটো বাসন ,

ফ্রীজের ভিতর মাংসের ঠান্ডা শহর আজ পলাশীর যুদ্ধ 

আর  ঘরের  ভিতর

ঘুম ভিতর 

সাজানো সমাজের দামে আলতা পায়ে ফাস্ট্রেশন। 

নির্ভীক খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া

নির্ভরশীল ধানের খেতে 

ইঁদুরের বাস।  

   


No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...