Sunday, February 7, 2021

মিথ্যা বুলি


 মিথ্যা বুলি 

... ঋষি 


সভ্যতা বাঘের নখে ,হাতির শুরে 

আমার ভারতবর্ষ 

সারে জাহাসে আচ্ছা ,হিন্দুসিতা হামারা ,

না চলন্তিকা হচ্ছে না ,হচ্ছে না ,আসছে না প্রতিবাদ 

মানুষের দুঃখী মুখের দিকে তাকিয়ে 

ভিক্ষে করতে ইচ্ছে করছে। 

.

কোলে বসে আন্দোলন 

কঙ্কালসার মানুষগুলো আজ বহুদিন খেয়ে দেখে নি জীবন ,

শুধু গড়িয়ে নামা সাজানো বুলি 

ভোট দখল ,বুথ দখল ,ক্ষমতা দখল ,

মিথ্যে অহংকার ভারতবর্ষ গণতন্ত্রের পোশাকে 

লুকিয়ে থাকা রাজতন্ত্র। 

.

এখানে গাছের দরকার কি 

পরিষ্কার একটা ছবি যখন কবিতা হয়ে যায় 

নোংরা একটা দেশ যখন সময়ের কাছে সাজানো লন্ডনের সমতুল্য ,

যখন অক্সিজেন সিফিলিস যোনিতে জন্মের কবিতা 

সেখানে আমরা 

নেহাত অসহায়। 

কোন জাগবে মানুষ ?

না চলন্তিকা হচ্ছে না ,আসছে না প্রতিবাদ 

শুধু পাতার পর পাতা স্বার্থপর কলম চেবানো বমি আটকাচ্ছে 

আটকাতে পারছে কেউ কই সহবাস 

পাতার পোশাক পরে ,বোবার ঠুলি আটকে 

আমরা সকলেই মৃত জনগণ 

সেখানে মিথ্যা বুলি 

সারে জাহাসে আচ্ছা ,হিন্দুসিতা হামারা। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...